দেখতে দেখতে,
অনেক বছর চলে গেলো,
আবছা হয়ে গেল স্মৃতি...
কি ঘোর প্রতিশোধ তোমার।
একা ছেড়ে গেলে বে-ঘর করে,
যাকে তুমি চোখে হারাতে।
আজো বোঝে উঠতে পারিনি,
কেন, কোন অপরাধে ?
কিছু প্রশ্ন ছিলো আমার।
রাতের আঁধারে একা কতো
খুঁজেছি তোমায়.....
আত্মা বলে যদি কিছু থাকে!
পাই নি তো আর দেখা।
আজো সেই প্রশ্নগুলো আমায়
বারে বারে করছে জ্বালাতন ।
হায় ! আজো উত্তর মেলেনি।
১৭-১১-২০১৭ ইং ;
৩০ ই কার্তিক ; ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।