আয় টুটুল,আয় বুবুল
মোদের বাড়ী আয়।
ম্যাগী সেদ্ধ ভীষণ ভালো
রাঁধে আমার মায়।
মাংস কষা লাল হয়
লঙ্কা নাহি দেয়।
একবার খায় সে যে
বারে বারে নেয়।
আলু পরটা,মটর পনির
যদি একবার খাস।
ভুলতে মোটেই পারবি না
তোরা বারো মাস।
রাশি রাশি খাবার দাবার
মোদের বাড়ী আছে।
তাড়া তাড়ী আয় যদি
শেষ হয় পাছে।
১৬-১০-২০১৭ ইং ;
২৯ ই আশ্বিন ; ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।