দোসর তুমি
আসর জমাও
আনন্দ গহনে।
মশলা দিয়ে
পান সাজিয়ে
সবারি মাঝখানে।
কতো রঙ্গে
ততো রসে
প্রফুল্ল বদনে।
চাঁদের হাট
বসালে সখা
চাঁদেরি আননে।
তাম্র বর্ণ
হলো গৌর
হেরিলো নয়ন।
রূপ মাধুরী
মনো পটে
করিনু চয়ন।
০৭-০৬-২০১৮ ইং ;
২৩ ই জ্যৈষ্ঠ ; ১৪২৫ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।