কিছু বলিনা মুখে, শুধু চুপচাপ রই,
তাই বলে ভেবোনা আমার মুখের
কথা ফুঁড়িয়ে গেছে।
নিরবে দাঁড়িয়ে দেখি...
নীচে নামাবে বলে কতোটা নীচে নামছো,
দোহাই লাগে আর নেমো না ,
অতলে তলিয়ে যাবে।
সাহায্যের হাত ছুঁতে পাবে কি..
তর্কের সাথী আমি নই....
মূর্খের সাথে তর্ক মূর্খতাই বটে।
জিত আমার হবেই তর্ক এড়িয়ে গেলে।
ভেবোনা গলাবাজিই শেষ কথা।
আরো কথা বাকি থাকে।
আঙ্গুল দেখিয়ে কি লাভ..
নিজেকে দেখা ঢের ভালো।
বিচার কে কার কবে... বন্ধু
সবাই নিজের পথই সুগম করে।
****