প্রতিক্ষণ প্রতিক্ষেত্রে প্রতীক্ষা
পরীক্ষা ও বটে ;ধৈর্য্যের।
এ কোন দূর অচেনা দেশে
পৌঁছানোর অভিযান।
কি আছে সামনে, জানা অজানা।
উৎসাহ,উৎকন্ঠা,উদ্দীপনায় ভরা।
অপেক্ষা আর অপেক্ষা।
মাঝে কতো কথা আর স্বপ্ন দেখা,
কেউ গদির,কেউ টাকাকড়ির,
আবার কেউ দাদাগিরির স্বপ্ন দেখে..
কেউ ইষ্ট নাম জপছে, মন্দিরে-মসজিদে
মানত ও চলছে সমান তালে।
ভোটের ফল ঘোষণা হবে,না
গনতন্ত্রের জনতার রায় ।
৩রা মার্চ তুমি আর কতো দূরে।
------
রচনাকাল :-
২৭-০২-২০১৮ ইং
১৪ ফাল্গুন, ১৪২৪ বাংলা।
ধর্মনগর;উত্তর ত্রিপুরা।
ভারত।