আপত্তি করো না।
প্রতি কাজে,
কথায় কথায় কেন
এতো আপত্তি তোমার?

প্রকৃতির নিয়মে একটি বৃক্ষ
স্ব-মহিমায় বাড়তে থাকে,
তার জল আলো বাতাস
যদি রোধ করো ;সে বাঁচবে
সহজাত ভাবে,কিন্তু তার
স্বাভাবিক গতি হবে ব্যাহত।

হয় যদি সে লতিকা...
আকর্ষে আঁকড়েছে যাহা,
ছিন্ন করে দাও যদি মনের খেয়ালে;
আঘাত আসে তার লতিকায় ;
কুঞ্চিত হবে তার শীর্ষ।
আমারও সেই রূপ...
আপত্তি 'পর আপত্তিতে
মন আকর্ষ আজ কুঞ্চিত।



১৩-১১-২০১৭ ইং ;
২৬ ই কার্তিক  ;  ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
   ভারত।