এই যে বিলে,
যাবি না স্কুলে
আজকে স্বাধীনতা।
সকল ছেলে
ভীড়লো দলে
ছাড়লো দীনতা।
সীমের পাতায়
গুল্মের লতায়
কাগজেতে আঁকি।
মাঝের টুকরো
অশোক চক্র
কয়লাতেই ঢাকি।
বাঁশের আগায়
বেলের আঁঠায়
ফরফরিয়ে উড়াই।
নাচে গানে
স্বাধীন স্নানে
স্লোগানেতে ভরাই।
সবাই যাবে
মিষ্টি খাবে
তুমি যাবে চলো।
স্বাধীন ভূমি
স্বাধীন তুমি
স্বাধীন ভাবে চলো।
৷৷ *******।।