আমি তোমাতে দেখেছি
এক দমকা মরুঝড়।
আমি তোমাতে দেখেছি
রৌদ্র যেন ভাদ্দর।
আমি তোমাতে দেখেছি
শান্ত শীতলা বারি ।
আমি তোমাতে দেখেছি
ধারালো এক তরবারি ।
আমি তোমাতে দেখেছি
প্রতিবাদের বিস্ফারণ।
আমি তোমাতে দেখেছি
প্রতিশোধের প্রতিফলন।
আমি তোমাতে দেখেছি
সত্যের বাতাবরণ।
আমি তোমাতে দেখেছি
মিথ্যার ধূলিৎসরণ।
আমি তোমাতে দেখেছি
সৌন্দর্য্যের প্রতিকৃতি।
আমি তোমাতে দেখেছি
ভবিতব্যের আকৃতি।
আমি তোমাতে দেখেছি
জ্ঞানের এক সাগর।
আমি তোমাতে দেখেছি
শিখনের এক প্রান্তর।
আমি তোমাতে দেখেছি
ভালোবাসার তাজমহল।
আমি তোমাতে দেখেছি
লায়লার অবিকল।
আমি তোমাতে খুঁজেছি
আমার যতো আশা।
আমি তোমাতে পেয়েছি
আমার ভালোবাসা।
২১ -১১-২০১৭ ইং ;
০৪ রা অগ্রহায়ণ ; ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।