পরিবর্তনের নামে জনসমুদ্র
উত্তাল, উন্মাদ আর আত্মহারা।
বাজি-পটকা ও রঙ্গের ছড়াছড়ি।
শহরে, রাজপথে জনতার ভীড়
আর পরিবর্তনের শ্লোগান.....
পঁচিশবছর পর আবার নতুন
করে স্বাধীনতালাভ!!!
আমার মতে স্বাধীনতা, সেতো
মুষ্টিমেয় গোটা কয়েক জনার।
আমার স্বাধীনতা কোথায়?
আজ যখন পথ ভাঙ্গা ভীড়
অলিতে গলিতে আবিরের মাখামাখি
তখনো আমি সেই হাতা খুন্তি
কড়াই নিয়ে রান্নাঘরের মধ্যে
মাছ কুটছি, শাক কুটছি
দস্তুরমত কুস্তি করে চলছি।
টি ভি-তে আনন্দ দেখার ও
অবকাশ নেই, শুধু ঘড়ির সাথে
তাল মেলাতে হয় বলে ঘড়ি
দেখতে আমার কোনো বাঁধা নেই।
নয়তো আমি লগ্ন চ্যুত হয়ে যাবো।
তখন আনন্দ সমাগম শেষে বসে
পড়বে খাবার টেবিলে,যদি পরিবেশনে
তৈরি না থাকি, যদি খাবারের
সোওয়াদ দিন অনুপাতে না হয়,
তটস্থ থাকতে হয় প্রতিনিয়ত।
তাহলে,তাহলে......
কোথায় আমার স্বাধীনতা!!!
আমি তো আগের মতোই আছি ;
স্বগত ভাবাবেগে আমার
হেঁসেলের চার দেওয়ালের মাঝে......



রচনাকাল :-
০৬-০৩-২০১৮ ইং
২১ ফাল্গুন,  ১৪২৪ বাংলা।
ধর্মনগর;উত্তর ত্রিপুরা।
ভারত।