আমি তর্ক চাইনে,
কেবল যুক্তি শুনতে চাই।
পারো যদি দাও।

পাহাড়ী ঢাল বেয়ে নেমে আসা
শীর্ণা স্রোতস্বিনীর জলপানের তৃষ্ণা,
সাগরের তিতা ফেনা নয়।

জীবনের স্বাদ নিতে
খুঁজে মরি কোথায় জীবন আছে।

জীবনের ছদ্মবেশে
দহন করে মুখরা গরল।

      *******