অন্তরেতে রহো সদা অন্তর্যামী হয়ে।
ক্ষণে হাসাও ক্ষণে কাঁদাও এহৃদয়ে।
আমিতো চাইনি কিছু ঐশ্বর্য ওপার।
চাইনি আকাশ তারা চুলের খোঁপার।
চাইনি তোমার কাছে সিংহলের মতি,
নাকের নোলকে চাইনি হীরক জ্যাতি।
চাইনি মুকুট মাথায় রানীর মতো,
চাইনি স্বর্ণ কমল এনে দাঁও যতো।
আমি শুধু বাঁচতে চাই আমার করে,
নিজের দুনিয়ায় সুখে থাকি ভরে।
যে প্রেমে করে মোর অস্তিত্ব বিনাশ,
সে তো প্রেমের নামে আসলে সর্বনাশ।
আমার সেই প্রেমের নাহি প্রয়োজন।
প্রেম বিষে কেন আমি করিবো রোদন।


রচনাকাল :-
২৭-০১-২০১৮ ইং
১৩ মাঘ, ১৪২৪ বাংলা।
ধর্মনগর;উত্তর ত্রিপুরা।
ভারত।