আজ আমি লিখে যাই  মনে কোন দ্বিধা নাই
                  বলিব প্রাণ খুলে।
কেমনে এসেছি হেথা   স্বর্গ সুখে ভরা যেথা
                   দুনিয়া যাই ভুলে।
শুয়ে বসে কতো বেলা   সারাদিন অবহেলা
                 সময়ের বিনাশ কতো।
নাহি  কর্ম হাতে মোর  কিবা সন্ধ্যা কিবা ভোর
                  অলসে কাটিলো যতো।
ছোট ছোট দুঃখ ব্যথা  দোলা দেয় যথাতথা
                    বলিতে যে নারি।
লুকায়িত ছিল যাহা  মনের আড়ালে তাহা
                     রাখিতে না পারি।
মিষ্টি মধুর সুখো স্মৃতি  গুণগুণিয়ে গাহে গীতি
                     শুনাবো কাহারে সবি ।
কবিতা বেছে নিলাম তাই  মনের কথা লিখে যাই
                       আমি হলাম কবি।



   ১০-১০-২০১৭ ইং ;
   ২৩ ই আশ্বিন ;  ১৪২৪ বাং ;
   ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
   ভারত।