পরমা প্রকৃতি রূপা
আমি এক নারী।
সৃষ্টি স্থিতি লয় কারি
দুর্বল দেহ ধারি।

আমি নারী অসামান্যা,
কথায় কাজে মিল।
বিষ গ্রাসি বিষ নাশী
হৃদয় অনাবিল।

আমি নারী সুবেশিনী
সুকোমল সুকন্যা।
হাসিতে মুক্তো ঝরাই
কান্নাতেই বন্যা।

দীন আমি তৃণ আমি
মায়াবী সৎসঙ্গে।
অসুর নাশীতে বল
পরিপূর্ণ অঙ্গে।

নারী আমি  তুচ্ছ নই
মহামায়া সমো।
আকাশ বাতাস পাহাড় নদী
হৃদয়েতে মমো।

-----------