আমি, আকাশ ভালোবাসি,
কখনো তা ছুঁইতে চাই না।
বাতাস ভালোবাসি,
কিন্তু, তাতে গা ভাসিয়ে চলি না।
আমি ফুল ভালোবাসি,
সুবাস নিতে তাকে ছিঁড়ে ফেলি না।
আমি মাটি ভালোবাসি,
সে মাটি কাদাটে করিনা।
আমি মানুষ ভালোবাসি,
অমানুষ কে ভালোবাসি না।
ভক্তি ভালোবাসি
অতিভক্তি কভু না।
সাগর ভালোবাসি,
তাতে ডুবে যেতে ভলোবাসি না।
আমি হাসতে ভালোবাসি,
পরের কান্নাটুকু আমি চাই না।
০৮-১০-২০১৭ ইং ;
২১ ই আশ্বিন ; ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।