আমি প্রেমের কবি নই,
প্রেমের রং আমার জানা নেই।
আমি সুখের কবি নই,
সুখের স্মৃতি আমার মনে নেই।
ভালোবাসার কবিও নই,
আমার যা কিছু ভালো
সব ওদের চোখে বিষ।
আমি সেই কবি,
যেখানে কেবল গরল, অনল,
প্রতিবন্ধকতা,ঈর্ষা,
লালসা,কটুক্তি।
আঘাতের পর আঘাত আসে।
তার মধ্যেও অস্তিত্ব প্রকাশে
প্রতিবাদী, প্রতিরোধী
আমি এক কবি।
২৭-১০-২০১৭ ইং ;
৯ ই কার্তিক ; ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।