যখন পড়বে না মোর
চেখের দৃষ্টি
নীল আকাশে।
তখন শ্বাসবায়ু মোর
ছড়াবোনা আর
এই বাতাসে।
আমি হাঁটিবো না আর
সকাল সন্ধ্যা
পাড়ার পথে।
বিকেল বেলা বসবোনা সেই
নদীর পাড়ে
ভাঙা ঘাটে।
আমার উঠোন ভরবে তখন
জঙ্গলি ঘাসে
শুকনো পাতায়।
আমার কানন নষ্ট হবে
অনাদরে
গুল্মলতায়।
আমার অঙ্গন ঢাকা রবে
ধূলা বালি
মাকড়শাতে ।
আসবেনা আর আসতো যারা
স্বজন বন্ধু
আমার সাথে।
আমার গৃহ শূন্য রবে
সন্ধ্যা প্রদীপ
জ্বলবে নাতো।
ঝাট দেবেনা প্রভাত বেলা
উপোষ রবে
ঠাকুর যতো।
গাছগাছালি শুকিয়ে যাবে
পাখীরা সব
ছাড়বে বাসা।
সন্ধ্যে হলেই শুরু হবে
চামচিকাদের
যাওয়া আসা।
থাকবেনা কেউ ঘরের মাঝে
জ্বলবেনা দীপ
আঁধার বাড়ী ।
যেথায় যেমন রইবে পড়ে
আমি শুধু
যাবো ছাড়ি।
কিবা দিবা কিবা রাতি
আঁধার কিংবা
আলো ক্ষণে।
কবিতা বা গানে মোরে
কখনো কি
পড়বে মনে।
*******