ভালোবাসি ভালোবাসি
সেই আবেশে কাছে আসি।
ভালোবাসি ভালোবাসি
অন্তরে তাই বাজে বাঁশি।
ভালোবাসি ভালোবাসি
প্রমের ভেলায় যাই ভাসি।
ভালোবাসি ভালোবাসি
সুখেদুঃখে কাছাকাছি।
ভালোবাসি ভালোবাসি
অতি ক্রোধ ক্ষণে নাশী।
ভালোবাসি ভালোবাসি
নীরবে তাই অশ্রু মুছি।
ভালোবাসি ভালোবাসি
অন্তরে যা'ই মুখে হাসি।
ভালোবাসি ভালোবাসি
সবসময়ে হেরে বসি।
রচনাকাল :-
২৬-০২-২০১৮ ইং
১৩ ফাল্গুন, ১৪২৪ বাংলা।
ধর্মনগর;উত্তর ত্রিপুরা।
ভারত।