কই রে আমার ননী চোরা
কই রে আমার গোপাল।
জন্মাষ্টমীর শুভ দিনেও
পাই না খুঁজে লাল।
          হাড়ি ভরা খাবার দাবার
          কড়াই ভরা কারী।
          গোপাল আমার দূরদেশেতে
          পায় না বিন্দু তারি।
সেথায় আছে রাশিরাশি
চর্ব চোষ্যের বাহার।
দর্শনেতেই তুষ্ট যে মন,
যায় না মুখে আহার।
          জন্মভূমির মাটি ডাকে
          ডাকে খেতের দানা।
          ডাকছে গাভীর দধিদুগ্ধ
          ক্ষীর ননী ছানা।
পাখীরা যায় বার্তা লয়ে
আকাশ পথে ভেসে।
লাল্লা হেসে হাতছানি দেয়
সাগর তীরে বসে।

     *****