কালের কর্কশ ধ্বনি
হাঁকিছে দূরে।
ডুবিলো সে দিনমণি
উঠিলো ভোরে।
বাজে গীতি দুমদুমি
কাঁপে চারিধার।
নাচে ছোটবড় সবে
আনন্দ অপার।
বাজি ফাটে মুহূর্মুহু
থরথর বুক।
জুবুথুবু জরা দেহে
আঁড়িপাতে সুখ।
বাতাস ছড়ায় সুবাস
ভোজন বিলাস।
কতো প্রাণীদেহ আজ
হলোযে খালাস।
ভাঙ্গা খাটিয়ায় শুয়ে
গুনিছে প্রহর ।
মৃত্যু ডাকিছে যেন
তুলিয়া লহর।
.........