এক ঝটকা,
নিমেষেই সব উলটপালট।
আগে- পরের ভাবনা!
সে দেখা যাবে।
স্মার্ট দেখাতেই হবে।
মরদা ঙ্গি।
ছিঁড়া ফারা অঙ্গ দেখানো ;
কোমরের নিম্নাঞ্চলে ঝুলে থাকা পেন্ট।
মাথার নীচ ভীষণ রকম ফাঁকা,
উপরটা পাখির পালকের মতো ঝুলানো-
মেয়েদের হেয়ার ব্যান্ড
গুচ্ছ গুচ্ছ রঙিন চুলে।
আহা, একালের সেরা মর্ডান।
পড়াশোনার পর্ব কবেই তুলে রাখা শেষ।
ছবি আঁকা, গীটার বাজানো,
এগুলো অবশ্য সাধের লাউ।
আর বন্ধু, অভাবহীন।
জন্ম দিনের মহা ভোজে বাবার
পকেট ফাঁকা।
বাবা দূর্বল, ছেলে দূর্লভ।
দূরন্ত গতি!! হাতের রক্ত গরম ।
সে রক্তই রক্ত ঝরালো ফোয়ারার বেগে।
মর্ডানের এবার চেহারাও টুটাফাটা।
মায়ের চুখে জল, বাবার কপালে হাত।
হসপিটাল এখন বাড়ি ঘর।