আজব দেশে পড়লো গজব
দেখছে দুনিয়া।
সবার মুখে কালো ছায়া
হাসলো সুনিয়া।

ছোট্ট সোনার ঘুম ভাঙতে
পায়না খুঁজে মাকে।
বাড়ী বাড়ী খুঁজে বেড়ায়
সামনে পায় যাকে।

কেউ বলছে বাজার গেছে
আসবে খানিক পরে।
শাড়ী জুতা বাজার থলি
সবই রইলো ঘরে।

যেযার কাজে সবাই মত্ত
মাকে ডাকে সোনা,
সারা পাড়ায় রৈ পড়েছে
খুঁজছে সকল জনা।

বস্ত্র হীনা ক্ষতবিক্ষত
নিথর মায়ের দেহ।
পশুর লোভে বলি হলো
দেখিলোনা কেহ।

    ****