আগুন জ্বলে
আগুন জ্বলে
ধিকি ধিকি
আগুন জ্বলে।
সুখের ঘরে
খড়ের চালে
ধিকি ধিকি
আগুন জ্বলে।
স্থলে জলে
বন তলে
আগুন জ্বলে,
দুঃখ ব্যথা
দাঁড়িয়ে সঠান,
আগুন দেখে
মুচকি হাসে।
সুখ সাগরের
ফেনার রাশি
উথলে উঠে
যায়রে ভাসি।
আগুন জ্বলে,
ধিকি ধিকি
আগুন জ্বলে।
সুখের পাখি
যায়রে উড়ে
আগুন দেখে
অনেক দূরে।
ফিরবে আবার
সুখের ঘরে
সোনার কিরণ
পড়বে ঝরে।
ভাঙা ঘর
গড়বে শেষে,
দূর বাতাসে
খবর আসে।
সপ্ত রঙের
নীল আকাশে
সুখের পায়রা
সুখেই ভাসে।
রচনাকাল :-
২৩-০৪-২০১৮ ইং
৯ ই বৈশাখ , ১৪২৫ বাংলা,
ধর্মনগর ,উত্তর ত্রিপুরা।
ভারত।