আর্তনাদ ধ্বনিছে বাতাসে,
মা..আ.........
ছটফট ছটফট,
লাল রক্তের ফিনকি,
পাকা রাস্তার বিস্তৃত অঞ্চলে।
টাটকা রক্তে গন্ধ বহুদূর পর্যন্ত ।
তরতাজা দেহ নিমেষেই
প্রাণ বায়ু শূন্য নিথর
লাশে পরিণত হলো।
দ্রুত প্রচার গেলো....
জনতার উপচে পড়া ভীড়।
পিতা মাতা আত্মিয়ের রোদন
ছাপিয়ে আসছে বহু কথা,
নানান রঙ্গিন গুজব।
থানা-পুলিশ, নেতা-মন্ত্রী।
ফটো তোলার হিড়িক,
ফেইসবুক-হোয়াটঅ্যাপে
আপলোড,কমেন্ট ।
সরকারের দোষারোপ।
লাশ পাচার হল মর্গে!
পোষ্টমর্টেম হবে।
ঘাতক নিরাপদ!
হয়তো হুয়িস্কির গ্লাস সামনে
নিয়ে নিজেও আপলোড দিচ্ছে
ফেসবুকে,কমেন্ট লিখছে,
সরকারের দোষারোপ করছে।

        -----

২৪-০৬-২০১৮ ইং ;
৯ আষাঢ় ;  ১৪২৫ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।