একুশ আসিলো মাগো বুকে নিয়ে ব্যথা;
তোমার মনে পড়ে কি মা,আমার কথা।
গল্প শোনাতে কতো আমায় ভালোবেসে,
আমায় ঘুমপাড়াতে শিয়রেতে বসে।
ছিলাম কতো সুখে মাগো তোমারি কোলে,
খেলার সাথি পেলে বাড়ি যেতাম ভুলে।
আম,আমড়া,তেতুল সব গোছা গোছা,
ফাগুনের কূল গাছের কাঁটার খোঁচা।
পেয়ারা, আমলকী বাদ পড়লো বুঝি,
শহিদ মিনারে বসে আজও মাগো খুঁজি।
ভালোলাগে মাগো বাংলার ভালোবাসা,
কেড়ে নিতে ছিলো আমার মায়ের ভাষা।
তোমায় দেখে মাগো লাগছে ভারি খুশি,
আমি বাংলা মাকে দেখি মিনারে বসি।
রচনাকাল :-
২০-০২-২০১৮ ইং
৭ ফাল্গুন, ১৪২৪ বাংলা।
ধর্মনগর;উত্তর ত্রিপুরা।
ভারত।