জনতা নাকি জনার্দন।
শৈশবাবস্থা থেকেই এই বাক্যে
আটকা পড়ে আছি।
সকলেই অবগত এ বক্তব্যে।
জনতার মনের কোণা ; সামান্য হলেও
স্পর্শ করতে পেরেছ তুমি ইত্যবসরে ,
তাই ওরা তোমাকে হৃদয়ে ঠাঁই দিয়েছে।
জয় জয়কার ধ্বনি, বাজি পটকার
সাথে বিজয় পতাকা উড়িয়ে আবারো
জনতা তোমায় করলো আবাহন।
স্বাগতম তোমায়....