অর্ধ-ভঙ্গুর দেহ পাজর লয়ে
শায়িত, পাশে উত্তরাধিকারি
অধির আগ্রহে বসে রিপোর্ট
ডাক্তারের জন্য প্রহর গোনে,
এ কোন জীবন......

হাত-মুখ সহ বাম অঙ্গ বিকল,
পরহস্তগতে নাকে পাইপলাইনে
আহার গ্রহন বেঁচে থাকার জন্য,
এ কোন স্বাদ.......

ঠাকুর ঘরের ধূপ দীপ চন্দন পুষ্প
নয়,নয় বিয়ে বাসরের আতর চাপা,
পঞ্চব্যঞ্জন আহারের নয়,শুধু ডেটল
ফিনাইল,সেলাইন ইঞ্জেকশন ঔষধ
এ কোন গন্ধ...

ভৈরব ভৈরবী পূর্বী গজল বাউল নয়,
চারিদিকে রোগী-ডাক্তার আত্মিয়ের
কথোপকথন, কান্না, চিৎকার,ত্রাস
এ কোন সুর....

সাদা আকাশী পোশাক ধারি নাম না
জানা লোকের দ্রুতগতিতে চলাচল
বিষন্ন বদনে লোকের আনাগোনা
এ কোন রং.....

লম্বা মোটা গোঁফওয়ালা সুপুরুষ
বিশাল দেহে সামনে সঠান দাঁড়িয়ে
বলে আমি এসে গেছি চলো সাথে
এ কোন স্বপ্ন......
.


রচনাকাল :-
১১-০৩-২০১৮ ইং
২৬ ফাল্গুন,  ১৪২৪ বাংলা।
ধর্মনগর;উত্তর ত্রিপুরা।
ভারত।