ইতিহাস ধরে এগিয়ে গেছি
দেখেছি ভাষার ভক্ত।
পিসকারি রঙে রাঙানো মাকে
আপন ধরের রক্ত।
নিজের জাতি সংকটে যখন
ছাড়িয়া ভীটের টান।
অন্য দেশের মাটি স্পর্শে
বাঁচিলো জীবন প্রাণ।
জীবন বাঁচিলো প্রাণ বাঁচিলো
মরিতে চলিল ভাষা।
১১ শহীদ বুক পেতে দিল
ছাড়িল না তবু আশা।
ফিরায়ে দিয়েছে মাতৃভাষা
নিজেরা নিয়েছে গুলি।
উনি-শে মে শহীদ স্মরণে
এক মুঠো শ্রদ্ধাঞ্জলি।
****