প্রয়াত কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের স্মরণে -
তুমিও কথা রাখলে না কবি, বলেছিলে
আমাকে সঙ্গে নিয়ে তিন প্রহরের বিল দেখতে যাবে ।
কথা রাখলে না কবি - নীরবেই চলে গেলে ।
বোষ্টমী এসেছিল আজ ভোরে
এক চোখে জল আর অন্য চোখে হাসি নিয়ে ।
একতারাটা হাতে দিয়ে বলে গেল
অন্তরাটুকু গেয়ে নিও অশ্রু মুছে ।
পদ্মপাতায় সাপ আর ভ্রমরের খেলা আর দেখা হল না ।
সুগন্ধী রুমালে বরুণার ভালোবাসার অনুভব পেতে
কত নীলপদ্ম তুলতে হবে জানি না ।
শেখা হ'ল না দুরন্ত ষাঁড়ের চোখে
লাল কাপড় বাঁধার কৌশল ।
তবু ভালো থেকো কবি
অচিনলোকে ।