একা একাই কথা বলি, তুমি কিছু বলোনা
অন্ধের মতো ভালোবাসি তুমি করো ছলনা
কত করলাম ডাকাডাকি তবু তুমি এলে না
হিমালয়ে যাব ভাবছি টাকা পয়সা মেলে না!
তোমারে চাহিয়া বহুবার ভেঙেছি এ মন
ক্ষমা করো প্রিয়ে, দাও বিদায় আমায় এখন
আর চাচ্ছি না তোমায় নিয়ে দেখিতে কোনো স্বপন
নিজের সাথে নিজের সংক্ষিপ্ত কথোপকথন!