পরাজিত হরিণী তার চোখের কাছে
তলোয়ারের সুর বাঁজে তার ভুরুর ভাজে
শিল্পীর তুলিতে আঁকা তার নাকের নোলক
তার থেকে চোখ সরে না, দেখি অপলক!
কেউ কি দেখেছে পূর্বেও এমন
ঠোট তার গেলাপের পাপড়ি যেমন;
কল্পনায় আসে সে নীল শাড়ী পড়ে
হলুদ হিমু হয়ে আমি দেখি তাহারে
শেষ প্রহরে থেকে যেতে করি আহ্বান
চোখ খুলে দেখি আমি, নেই জাহান।
(অসমাপ্ত)