বিদ্যুৎ নেই, অন্ধকার ঘর
প্রচুর বৃষ্টি, চলিতেছে ঝড়
ঘরে একা, লাগিতেছে ডর
মাথায় চিন্তা, সাথে আবার জ্বর!
নির্ঘুম রাত, হতে চলল ভোর
শব্দ পেলাম, খুললাম দোর
ঘরে ঢুকেছে বোধহয় কোনো চোর
অনুমান ঠিক, নাম কিরে বেটা তোর!
কহিল চোর - উত্তম নাম মোর!
নাম উত্তম আর হইছিস চোর
লজ্জা-সরম কিছু কি নাই তোর?
খাবার হবে? ক্ষুধা লাগছে মোর!
দুদিন যাবৎ চলিতেছে ঝড়
ঝড় কেঁড়ে নিছে মোর ছোট্ট কুঁড়ে ঘর
আপনার বাড়ির সিঁড়ির নিচে,
বউ-বাচ্চা মোর না খেয়ে আছে!
অনুমান ভুল, চোর নয় সে
ক্ষুধার জ্বালায় ঘরে এসেছে
পাষাণ্ড আমি শুয়ে ছিলাম সুখে
বাহিরে মানুষ আছে কত দুঃখে!
তাদেরকে নিয়ে ভেতরে আসুন
শরীর মুছে একটু বসুন!
খাবার আনছি; একসাথেই খাব
তারপর সকলে নিদ্রায় যাব!!