আমি এক ক্লান্ত পথচারী
আমার নেই কোনো আশ্রয়স্থল নেই ঘর-বাড়ী,
আমার নেই কোনো প্রিয়জন করার মতো আড়ি!
আমি এক ক্লান্ত পথচারী।

আমি এক আপাদমস্তক ভবঘুরে
আমার নেই কোনো নাম-ডাক এই শহর জুড়ে,
আমি থাকি তোমাদের কোলাহল থেকে অনেক দূরে,
আমার প্রতিদিন কেটে যায় চেনা গলিতেই ঘুরে!
আমি এক ঘড়ি, এক ক্লান্ত পথচারী!