চোখের নিচে কালি জমেছে
ঘুম বেটা পালিয়ে গেছে
মাথা জুড়ে ঘোর চলছে
ধর বেটা! গেলাম পরে!
ঘোরের ভিতর হরিণী আসে
শেয়াল হয়ে যেই না ছোঁব
মধ্যেখানে সর্প আসে
শেয়াল হয়েও খাব না হরিণ!
তবে কি হরিণ সর্প খাবে?
ভেবেচিন্তে কামড় বসালাম
কালনাগ বেটার লেজে
সর্প তখনই ছোবল বসাল
হরিণের বক্ষমাঝে।
ক্ষুদায় আমার উদর জ্বলে
হরিণ বেটা গেল যে মরে,
সর্প টা তো পরেই আছে
খাব এবার এটাকেই চিরে
স্বাদ নেই, বিষ আছে,
প্রাণটা আমার গেল চলে।।
(সমাপ্ত)