আষাঢ়ের আষাঢ়ে সব পাখিরাই নীড়ে ফেরে
শুধু তুমি ফেরো না, তবে কি তুমি পক্ষীরূপী সর্প?
যারা কিনা বৃষ্টি হলেই বৃষ্টি-বিলাসে মাতে,
বৃষ্টি-ভেজা শরীর দেখিয়ে শিকারের ফাঁদ পাতে!
শেয়াল শকুন হায়েনাদের যারা শিকার করে রাতে
রাতের কথা নিমিষেই ভোলে যারা প্রতি প্রভাতে।

(অসমাপ্ত)