ভালোবাসা এসেছিল চৈত্র মাসে
মরুর বুকে এক ফোটা পানির খোজে
ঘুরে ঘুরে ধুলিকনায় গিয়েছি মিশে
ভালোবাসা অতিরিক্ত তাপদাহে
নিশ্চিহ্ন হয়েছে শেষে!
ভালোবাসা এসেছিল চৈত্র মাসে!!
ভালোবাসা হারায়নি আমার কোনো দোষে
নিয়তি হয়ত চায়নি সে থাকুক আমায় মিশে,
ভালোবাসা এসেছিল চৈত্র মাসে
অতিরিক্ত তাপদাহে নিশ্চিহ্ন হয়েছে শেষে!
বৃষ্টি ভালোবাসে না এমন কেউ কি আছে?
এই অরন্যের সকল পশুরাই যে বৃষ্টির জল খেয়ে বাঁচে!
এই অরন্যে আছে একটাই সুবিশাল পুকুর
যার পাড়ে একসময় নাঁচত ময়ূর পায়ে পড়ে নুপুর!
সেইদিন আজ আর নেই। ভালোবাসা বিলুপ্ত হয়েছে
পুকুরের জল যে সব শুকিয়ে গেছে!
অরন্যের পশুরা কি জল না খেলে বাঁচে?
ভালোবাসা এসেছিল চৈত্র মাসে!
চৈত্র মাসে হত কালবৈশাখী ঝড়
ভরতো পুকুর ডুবতো পাড়
মানুষেরা আজ কাটছে গাছ, সেচছে পুকুর, মারছে মাছ
প্রকৃতি তাই দিচ্ছে চরম জবাব,
পশুগুলো বিনা দোষেই পাড় করছে অভাব
ভালোবাসা এসেছিল চৈত্র মাসে
অতিরিক্ত তাপদাহে নিশ্চিহ্ন হয়েছে শেষে।
(সমাপ্ত)