তুমি বল সফলতা
আমি বলি শেষ কোথা!
যত পাই আরও চাই
এই বাঁচায় সুখ কই!
আনন্দ টুকু দিচ্ছ বিসর্জন
খুঁজতে খুঁজতে সফলতা
করতে পেরেছো কি কিছু অর্জন
নাকি শুধুই বিফলতা!
লোকে কি বলবে, লোকে কি ভাববে
হতে না পারলে প্রতিষ্ঠিত
দূর করো এবার দুশ্চিন্তা যত
বাঁচো তোমার মনের মতো
তবেই তো বাঁচায় আনন্দ পাবে
স্বপ্ন গুলো তাজা রবে!
লোকের কথায় কি আসে যায়
কর তোমার প্রাণে যাহা চায়
হও আগে নিজের কাছে নিজে ধন্য
স্বপ্ন গুলো করো পূর্ণ।
মনের বিরুদ্ধে গিয়ে সফলতা খুঁজো
সফলতার সংজ্ঞা কি আদোও বুঝো?
পাপ-পূণ্যের হিসাব করো
দুনিয়ার চেয়ে পরকাল বড়!
(সমাপ্ত)