দুবছর হয়ে গেছে দেখি না তোমায়
আজ দেখব; কখন দেখবো সেই প্রতিক্ষায়
তুমি আমায় বলেছিলে যেতে ইসিবি চত্বরে
আমি এসে দাঁড়িয়ে আছি, তুমি কদ্দূরে!
অপেক্ষায় অপেক্ষায় আমি নড়বড়ে
তুমি এসে পৌঁছালে ঠিক সন্ধ্যা নামার পরে।
কতদিন দেখি না তোমায়, আজ একটু দেখি,
তুমিই যে আমার রাত জাগা পাখি!
তোমাকে দেখার মুগ্ধতা শেষ হবে না জানি
তুমিই যে আমার ঊনলৌকিক রানী।
(অসমাপ্ত)