তুমি এরকম কাউকে পাবে না
যে ঠিক আমার মতো ভালোবাসতে পারে।
মরতে মরতে তোমার সুরত ভেবে নিজেকে ভুলে যেতে পারে।
অসুখের বাহুতে ব্যথার মাদুলি বেঁধে
পুরাতন কবজের নিমন্ত্রণে যেতে পারে।
ভালোবাসি বলতে বলতে চোখের স্রোতে
জীবনের সব সুখ ভাসিয়ে দিতে পারে।
আমি ভালোবাসি কালোর চেহারায় জোছনার যৌবন,
আমি ভালোবাসি মিথ্যে অজুহাতে হাতে হাত রেখে
অগোছালো কথার মধ্যে ডুবে যেতে।
আমি ভালোবাসি মৈত্রীয় আখ্যান ভুলে
ঠিক তোমার চোখ বরাবর নিজেকে দেখতে।
আমি ভালোবাসি ছাদের শরীরে সুড়সুড়ি দিতে দিতে
আনমনে দীর্ঘশ্বাসের তারা খসাতে ।
আমি ভালোবাসি তুমি নামের এক অতি অদ্ভুত প্রাণীকে
তুমি সন্দেহের বাকসো বন্ধি করে রেখেছো নিজেকে
যেভাবে তুমি আটকে থাকো—আটকে রাখো মিথ্যের মাদুরে
আমি ভালোবেসেই যাবো,
আমিতো ভালোবাসার ভালোবাসায় পুড়িয়ে নিয়েছি আমাকে
তুমি এরকম কাউকে পাবে না
যে ভালোবাসার বুক বরাবর আঙুল উচিয়ে সুখকে ডাকতে পারে
এতো দূরে থেকেও
ঠিক ভালোবাসার মতোই ভালোবাসতে পারে...