ভালোবাসা না বাসা প্রশ্নে নিশ্চুপ দাঁড়িয়ে থাকো
স্থির চক্ষু, অব্যক্ত চাহনি তোমার
কী বোঝাতে চায়; বলে দাও অকপটে,
ভাবনার দোলনায় দুলিয়ে না আর
নি:সীম শূন্যতায় চোখ ঝাপসা হয়ে যাচ্ছে।
জানতে ইচ্ছে করে খুব
আমার জন্য কতোটা সময় জোছনা দেখতে দেখতে কাটাও
কতোটা সময় শিকায় তুলে রাখো
আর হৃদয়ে শিশির জমানো স্বপ্নকে বাঁচিয়ে রাখতে
কতোটা কসরত তোমার।
দোহাই, দোহাই
নির্বাক চোখে আমার নীরবতা গিলো না আর
...সময় যে বয়ে যাচ্ছে!