এইসব ছোঁয়াছোঁয়ির মুগ্ধ সকাল
উড়ে যাবে যেদিন;
আবছা আলো গলিয়ে নেমে যাবে
কঠিন কালো ঠিকানার দিকে
সেদিও এমন গভীর ক্ষত ঠোঁটে
উৎসুক বাদ্যের মতন ফুটে থেকো।
দূর যাত্রার মতন তীব্র ইশারায় ডেকে নিও,
কান্নার ফুটপাত খুলে দাঁড়িয়ে থেকো
অলস ফসলের ওম হাতে—
উপমার আবরণ ছিঁড়ে দৌড়ে যাবো
তোমার অদৃশ্য দরোজা অবদি;
যদিও অন্তহীন কাতরতা নিয়ে
ভিতু বিড়ালের নাকে লেল্টেছে যেসব দিন
তারাও তখন ফিরে ফিরে নিভে যাবে শোকের অভ্যন্তরে—
তবুও এমন বিধ্বস্ত সাঁকো থেকে
উচ্চারিত হতে থাকবে তৃপ্তির বিউগল
গভীর সিজদায় পঠিত হবে অগাত যন্ত্রণার সানাই।
৩ জুলাই ২০২৩ খ্রি., ধানমন্ডি, ঢাকা।