পাশ দিয়ে হেঁটে যাও
টের পাই,
দেখা পাই না কভু;
অনাথ
অন্ধকার জড়িয়ে শুয়ে থাকি, একা—
পড়শি দোকানে বসে থাকো তুমি
ক্ষুধার্ত, অস্থির আলেয়ার জানালা ছুঁয়ে
উড়ে যায় ক্লান্ত চোখ আমার;
তীঘ্ন শোকের উল্লাস তোমার
বয়ে যায় দূরে...
আমাদের কোলাহল ফুরিয়েছে কবে;
অজস্র জ্বরের জ্বালা নিয়ে ঠোঁটে
নাকের পাঠ শেষে শুয়েছে কালো
মিথ্যের আম্রেলায়—
কেবল আমি মিশেছি আয়নায়
সাদার শরীর জুড়ে গভীর আশ্রয়ে
যেভাবে ফুটে থাকে ভাঁটফুল!