তোমাকে ভালোবাসা আমার নতুন প্রার্থনাসূত্র। কাব্যিক অলঙ্করণে তোমাকে সাজিয়ে তুলছি রোজ। চর্যার আঁতুড়ঘরে তোমার জন্ম আর কৃষ্ণকীর্তনে বেড়ে ওঠা। সেই তুমি শরৎ বাবুর নায়িকা অভিধায় দিন দিন সত্যিকারের মা হয়ে উঠছ আর আমি তোমাকে না ছুঁয়েও বাবা! অথচ প্রৌঢ় ছায়া আর রৌদ্রের মতোন তোমার আমার ব্যবধান।
হয়তো এই কাঁটাতারের যন্ত্রণা বুকে নিয়েই সারাজীবন একটা দুঃখ বয়ে বেড়াবো। কবিতার মার্জিনে লুকায়িত ছিল কত রোদমুখা হাসি; তুমি জানবে না কোনো দিন…