বৈকালিক ভ্রম শেষে
এমনতর অভাবের সন্ধ্যায়
এসেছো তুমি—
বৈকালিক ভ্রম শেষে;
অদূরে পতিত মায়ার মমি—মিইয়ে গেছে
অলংকারহীন শরমের পিপাসায়।
অসহ্য কান্নার মই নিয়ে উড়তে শিখেছি এখন
পরাপার ছুঁয়েছি তেমন
তলিয়ে যেতে যেতে
কবুল করেছি যন্ত্রণার হলুদ ফ্রক।

তবুও একবার শেষ চোখাচোখি হোক আমাদের
বহুবিদ নৃত্যের মরমে সৌখিন এইসব যাপন
অন্যত্র ফুটে উঠুক বিনম্র শ্রদ্ধায়।

ফুরিয়েছি কবেই, পুড়েছি অকাতর—
এসো, জুয়ার মেলায় মন্ত্রের লজ্জায় মিইয়ে যাই ফের...

২১ অক্টোবর ২০২৪ খ্রি., ধানমন্ডি, ঢাকা।