স্বপ্নে—স্বপ্ন আসে; বিষাদঘরে মহাজন খুঁজে বেড়াই। বিয়োগসূত্রে সে খুব অসহায়। মিত্রের পর্বতখাদে সুখের সলতে; হিংস্রতার গম্বুজে দাঁড়িয়ে আছে বিদ্রোহীপাপ। তোমার চিবুকের ছবি তাওয়াফ করে পবিত্র করে নিই অস্তগত জীবন। বিদ্যুৎফ্রেমে যে আঁধার লুকিয়ে রেখেছিলে সে আমার প্রিয়বন্ধু!
তোমার ব্যায়ামাগার ভেবে কতোকাল ধরে নিজেকে শুইয়ে রেখেছি ব্যথার জায়নামাজে অথচ তুমি রুকুতেই ঘুমিয়ে আছো দিন-সপ্তাহ—মাস-বছর...