বাংলার জীবনে
এলো ধুমকেতু,
নাম তার রাখা হল
পদ্মা সেতু।
তাই নিয়ে শুরু হল
ভারি তোলপাড়,
সারাদেশ হয়ে গেল
পদ্মার পাড়।
আড্ডার আসরে,
কিবা চা স্টলে,
পদ্মার গল্প
সবখানে চলে।
এদিকে চলছে
অপরাজনীতি,
ক্ষমতাসীন দল বলে
সব তার কীর্তি।
লীগ টানে জনতাকে
সেতু হবে চালু,
বিএনপি বলে ভাই
আমি কার খালু?
জনগণ দোটানায়
তবু বেশ খুশি,
বাঁচা মরা পরে ভাবা
আগে সাপ পুশি।
তবে ভাই মনে রেখো
আগে পেট চলা,
উন্নতি নয় কভু
খালি করে তলা।
যার নাই বসতি
নাই পেটে ভাত,
সে কী করে পায়
সেতু খেয়ে স্বাদ?