প্রভুকে ভালোবেসে,
হৃদয়ে আলো মেখে,
শুভ্র বদনে চলি
মসজিদ পানে।

পাপগুলো মুছে যাক,
দেই পুণ্যের ডাক,
মন মননে বাজে
শান্তির গীত।

আজ জুমাবার,
মুমিনের ঈদ।