মেঘের কোণে মেঘ জমেছে
শিয়াল ডাকে কুহু,
হোঁচট খেয়ে কাঁদা মেখে
খালু বলেন 'উহু'।

ছুটছে সবাই কালুর ঘাটে
বাড়ি ফেরার তাড়া,
বৈঠা হাতে কালু মিয়া
নিচ্ছে ডবল ভাড়া।

মাঝ নদীতে ঝড় উঠেছে
বুক কাঁপানো ঢেউ,
কালু মিয়া জলদি চালাও
হাঁক ছেড়েছে কেউ।

শো শো শো বইছে বাতাস
লাগছে শীতও বেশ,
হঠাৎ আসা ঝড়ের খেলা
হঠাৎ করেই শেষ।

রং ছড়িয়ে রংধনু রং
উঠছে ধীর লয়ে,
নদীর পানি নিচ্ছে টেনে
মেঘের জলাশয়ে।