যখন সন্ধ্যা ঘনিয়ে আঁধার নামে,
পাখিরা ফিরে চলে নীড়ে,
পৃথিবী ঘুমিয়ে পড়ে ব্যস্ততা ছেড়ে,
তব নাম জাগে মনে ধীরে।
কত আলো ছিল এই শূন্য ভুবনে,
আঁধারে হারিয়ে গেছে সব,
থেমে যাবে একদিন রঙিন জীবন,
ছেড়ে যেতে হবে এই ভব।
ছেলে মেয়ে সংসার, রবে না স্বজন,
কী যে এক অদ্ভুত নিঃসঙ্গ জীবন,
সেখানে কোথায় পাবো আলোর দেখা,
মাটির শূন্য ঘরে নেই বাতায়ন।
দিন শেষে প্রভু তব স্মরণে
লুটিয়ে পড়ি সিজদায়,
মাগরিবের সুমধুর আজান শুনে
হারিয়ে যাই কভু অজানায়।