আমাদের ঢাকা এক ব্যস্ত শহর,
এখানে সূর্য ওঠে কাকডাকা ভোর,
বেলা হতে বেড়ে যায় ব্যস্ত জীবন,
হুশ হাশ ছুটে চলে গণপরিবহন,
ফুটপাত ভরে ওঠে ছোট স্টলে,
দুর্ভোগে থাকে যারা পায়ে হেঁটে চলে,
সন্ধ্যায় জমে ওঠে ফাস্টফুড বাজার,
চা, কফি, চিকেন আর বীফ বার্গার,
রাত হতে পথে বসে আড্ডার আসর,
ধীরে ধীরে এ শহর হয় অবসর।