চাল ছুঁই ছুঁই করছে পানি,
কোথায় আছো মাসি?
হাল ছাড়া এই পাল তোলা নাও,
কখন যাবে ভাসি।
আঁধার করে নামছে আকাশ
উথাল পাতাল ঢেউ,
আঁতকে উঠি মনের দোলায়
নেই তো পাশে কেউ।
গুড়ুম গুড়ুম মেঘের ডাকে
হৃদয় কাঁপে খুব,
হাল ছাড়া মোর পাল তোলা নাও
কখন দিবে ডুব।
ভাই-বেরাদার, বন্ধু-স্বজন,
কেউ কি আছো কাছে?
আমার মতন কাঁদছে কে ঐ
সরু ডালের গাছে।
ক্লান্ত গলায় বুক ফাটিয়ে
মাকে ডাকি শেষে,
মা যে আমার হারিয়ে গেছে
পানির তলদেশে।